Friday, December 5, 2025

চৌগাছা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আজ

যশোরের চৌগাছা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আজ। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন চারজন। তারা হলেন সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক দৈনিক গ্রামের কাগজের ঢাকা ব্যুরো প্রধান আলমগীর মতিন চৌধুরী (চেয়ার) ও সাপ্তাহিক বেলা’র প্রধান সম্পাদক শিহাব উদ্দিন (বই), সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার ও কালের কণ্ঠের প্রতিনিধি শাহানুর আলম উজ্জ্বল (কলম) ও সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল (ক্যামেরা)। ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির বাকি ১১টি পদে সিলেকশন হবে। নির্বাচনে ৩৫ জন ভোটার রয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করবেন চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, এস এম হাবিবুর রহমান পৌর কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক ও এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর