শ্যামলদত্ত,যশোর(চৌগাছা)প্রতিনিধি:যশোরের চৌগাছায় দোকানের ক্যাশটেবিল ভেঙ্গে চুরি করার সময় এরশাদ সরদার(৩০) নামে এক জনকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশে দেওয়া হয়। আটক
যুবক রাজবাড়ি জেলার পাংশা উপজেলা আপাল সরদারের ছেলে।থানা পুলিশ ও দোকান মালিক জানান, সোমবার পৌর শহরের ভাস্কর্যের মোড়এলাকায় তানভির ইলেক্ট্ধসঢ়;্রনিক্সে এ চুরির ঘটনা ঘটে। ফলের দোকানদার সগিরহোসেন বলেন, তানভির ইলেক্ট্রনিক্সের মালিক আশরাফুজ্জামান দোকান বন্ধ করে
বাড়ীতে দুপুরের খাবার খেতে যায়। এ সময় ৪ জনের জনসংঘবদ্ধ এ চোরেরদল পরিকল্পিত ভাবে চুরি করতে থাকে। তারা আমার দোকানে ঢুকে বিভিন্ন মালের অর্ডার করতে থাকে। একজন তানভির ইলেক্ট্রনিক্সে ঢুকে ক্যাশ টেবিল ভেঙ্গে চুরি করতে থাকে। এ সময় আমরা টেবিল ভাঙ্গার শব্দ শুনতে পায়। পরে চোরকে হাতেনাতে ধরি। পরে থানায় খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়।এ ব্যাপারে চৌগাছা থানার এস আই রাজেস বলেন,চোর কে আটক করা হয়েছে তার সাথে কারা ছিল জানার চেষ্টা চলছে এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।







