স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামে অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র্যাব-৬ সদস্যরা
আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের আবুল হোসেনের ছেলে সুমন হোসেন (৩১)।

শনিবার (১৩ জুলাই) সকালে যশোর র্যাব-৬ সদস্যরা জানান,গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, বেনাপোল পোর্ট থানাধীন ০৫ নং পুটখালী ইউনিয়ন এর পুটখালী গ্রামের ২ নং ওয়ার্ডে আসামির নিজ কক্ষে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।
যশোর র্যাব-৬, মেজর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান,আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
আর আই







