Friday, December 5, 2025

মোহামেডানকে হারিয়ে শিরোপার জয়ের পথে আবাহনী

অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগে আবাহনী লিমিটেডের জয় অব্যাহত আছে। আজ শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে আকাশী-নীল জার্সিধারীরা। পুলিশ ক্লাব মাঠে বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছে ১৫ মিনিট দেরিতে। বৃষ্টি ভেজা মাঠেই দুই দল লড়াই চালিয়ে গেছে।

ম্যাচের শুরু থেকে আবাহনী দাপট দেখায়। তিন গোলে এগিয়ে গিয়ে জয় অনেকটা নিশ্চিত করে ফেলে। সামেল রাখসাম ১০ মিনিটে প্রথম গোল করে আবাহনীকে এগিয়ে নেন। ইয়াসিন আরাফাত ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ৭৩ মিনিটে মিলন হোসেন তৃতীয় গোল করে মোহামেডানের হার প্রায় নিশ্চিত করেন।

তবে তিন মিনিট পর সাজিদ আহমেদের গোলে মোহামেডান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেনি। টানা ষষ্ঠ জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী লিমিটেড। পরের ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে জিততে পারলেই শিরোপা উৎসব করতে পারবে ঐতিহ্যবাহী দলটি।

রাতদিন খেলাধুলা-ডেস্ক / জয়

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর