নিজস্ব প্রতিবেদক- যশোর সদর উপজেলার বসুন্দিয়ায়, জঙ্গলবাঁধাল ফুটবল একাডেমির সভাপতি, আমেরিকা প্রবাসী নাজমুল হক রনি’র উদ্যোগে , মঙ্গলবার (৯জুলাই) বিকাল চারটায়,জঙ্গলবাঁধাল স্কুল মাঠে তরুণ ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
জঙ্গলবাঁধাল ফুটবল একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হক রিজুর সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমীর সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম মিন্টু। এ সময় অন্যনদের মধ্যে আরো উপস্থিত ছিলেন একাডেমীর সহসাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গৌতম দেবনাথ, মোঃ নাজিমুদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদিরা।
রাতদিন সংবাদ,জয়-







