যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামে আদালতের ১৪৪ ধারা জারি অমান্য করে রাস্তার কাজ করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা। পুলিশ এ বিষয়ে হস্তক্ষেপ করলেও তা মানছেন না বলে অভিযোগ করা হচ্ছে।
সূত্র জানায়, ভেকুটিয়া গ্রামের নুরুল আমিন তার বাড়ির পেছনের অংশে চারটি প্লট করে মোট ২০ শতক জমি বিক্রি করে। জমি বিক্রির সময় বাড়ির পাশ দিয়ে আটফুট রাস্তা দেয়ার কথা উল্লেখ করেন তিনি। কিন্তু তিনি বর্তমানে ছয়ফুট রাস্তারেখে বাকি অংশ প্রাচীর দিয়ে দিচ্ছেন। এতে বাধা দেন পেছনের চারটি প্লটের মালিকেরা।
তাদেরমধ্যে একজন মজনু মিয়া জানান, এ কাজ বন্ধে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা করেন। আদালত আবেদন মঞ্জুর করে। পরবর্তিতে কোতোয়ালি থানার এসআই বাবুল আক্তার নোটিশ প্রদান করেন। কিন্তু তা না মেনে রাস্তার কাজ শুরু করেন নুরুল আমিন বলে দাবি করেন মজনু মিয়াসহ অন্যরা।
এদিকে, স্থানীয়রা বলছেন ওই জমি নিয়ে দিনরাত ঝকড়া বিবাদ লেগেই থাকে। ওই এলাকায় বহিরাগতদের এনে শক্তি প্রদর্শনের মহড়া চলছে প্রায় সময়। যা নিয়ে তারা আতঙ্কিত। বিষয়টির সমাধানের দাবি তাদের।
রাতদিন সংবাদ/আর কে-১৭







