যশোরের কিশোর গ্যাঙ চক্রের অন্যতম হোতা ও একাধিক মামলার আসামি আফরোজা আক্তার রিতু ওরফে ক্যাপ্টেন নিশি দুইসহযোগিসহআটক হয়েছে।
অভিযোগ উঠেছে একটি ক্যাফেতে তারা খাবার বিক্রির আড়ালে এবার মাদক বিক্রি করছিলো। পুলিশ তাদের ক্যাফের স্টাফ রুমের মধ্য থেকেই আটক করে। এসময় তাদেরকাছথেকে বার্মিজ চাকু ও ২০ পিছ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে তাদেরকে আটক করা হয়।
ধর্মতলা এলাকার আফারোজা আক্তার ঋতু ওরফে ক্যাপ্টেন নিশি ছাড়া আটক অন্যরা হলেন, চাঁচড়া রায়পাড়া রেল পুকুরপাড় হিজড়া বাড়ির পাশের অপূর্ব রহমান সকাল ও খোলাডাঙ্গা পূর্বপাড়ার সাহমান সিদ্দিক লাবিব । এসময় পুলিশ দেখে পালিয়ে যায় খোলাডাঙ্গা পূর্বপাড়ার গাজীর বাজার এলাকার সোহেল । এ ঘটনায় চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
কোতয়ালি থানার এসআই শেখ আকতারুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার বিকেলে তাদের কাছে খবর আসে মন্ডলগাতি মাদ্রাসা রোডের এম ব্রো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে খাবার বিক্রির আড়ালে মাদক দ্রব্য কেনাবেচা হচ্ছে। বিকেল সোয়া ৪টার দিকে ওই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের স্টাফ রুমের ভেতর থেকে নিশিসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ সময় সোহেল নামে আরো এক সহযোগি পালিয়ে যায়। এই ঘটনায় কোতায়ালি থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ আরও জানান, ক্যাপ্টেন নিশির বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। এরআগেও একাধিকবার তিনি আটক হয়েছেন। জেলথেকে বের হয়ে ফের একই কর্মকান্ডে লিপ্ত হন তিনি। তার একটি চক্র রয়েছে যারা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে নানা ধরণের অপকর্ম করে বেরায়।
রাতদিন সংবাদ/আর কে-১৬







