মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে উপজেলার রোহিতায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আরাফাত হোসেন নামের আট বছরের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে রাজগঞ্জ-পুলেরহাট আঞ্চলিক সড়কের কোদলাপাড়া মাদরাসা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত আরাফাত মণিরামপুর উপজেলার কোদলাপাড়া গ্রামের মনিরুল মিস্ত্রির ছেলে।
দোকানদার শওকত আলী জানান, বিকেল ৫ টার দিকে আরাফাত দৌড়ে রাজগঞ্জ-পুলেরহাটের পাকা সড়ক পার হচ্ছিল। এসময় পুলেরহাট থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরাফাতের মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়েছেন ব্যাটারিচালিত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
আর কে-১৪







