চৌগাছা(যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা পাবলিক লাইব্রেরির ১০ম কার্যনির্বাহী পরিষদ গঠনে ভোট গ্রহনের তফসিল ঘোষণা করা হয়েছে। রোব্বার নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর ২০২০ বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পাবলিক লাইব্রেরি কার্যালয় হতে মনোনয়ন সংগ্রহ করা যাবে।মনোনয়নপত্র জমা দিতে হবে ৯ ও ১০ ডিসেম্বর বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। দাখিলকৃত মনোনয়ন যাচাই বাছাই করা হবে ১২ ডিসেম্বর। এরপর বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ১৪ ডিসেম্বর। এ ব্যাপারে আপত্তি ও নিস্পত্তি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্ব। কেউ প্রার্থীতা প্রত্যাহার তরতে চাইলে তা করতে হবে ২০ ডিসেম্বরের মধ্যে। এরপর ৭ জানুয়ারি দুপুর ২ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।পাবলিক লাইব্রেরির গঠনতন্ত্র অনুযায়ী মোট ১৮টি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। যে সকল পদে ভোট গ্রহন করা হবে তা হলো সহ-সভাপতি-২, সাধারণ সম্পাদক-১, সহ-সাধারণ সম্পাদক-১, অর্থ সম্পাদক-১, সাংগঠনিক সম্পাদক-১, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-১, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক-১ এবং নির্বাহী সদস্য-১০। নির্বাচন কমিশন প্রধানের দায়িত্ব পালন করবেন চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আতিকুর রহমান এবং সহযোগীতায় থাকবেন (সদস্য) চৌগাছা সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হামিদ কেনেডী ও চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মশিয়ার রহমান।নির্বাচন কমিশন প্রধান অতিকুর রহমান জানান, সহ-সভাপতি ও সকল সম্পাদক পদের জন্য মনোনয়ন পত্র ২৫শ, নির্বাহী সদস্য পদের মনোনয়ন ২ হাজার এবং ভোটার তালিকা বাবদ ৫শ টাকা ধার্য করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের সময় এই অর্থ প্রদান করতে হবে।







