Friday, December 5, 2025

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার৪

বেনাপোল প্রতিনিধি- বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী এবং ১ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীসহ ও সাজা পরোয়ানা ভুক্ত ১জনসহ মোট ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করার লক্ষ্যে ২৭ জুন বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে,পোর্ট থানার ছোট আচঁড়া  থেকে মোঃ জাহিদ হাসান (২৪),পলাতক আসামী নাহিদ হাসান (২৩) কে ৪০ বোতল ফেন্সিডিল ও ১টি ব্যাটারী চালিত পুরাতন ইজিবাইকসহ আটক করা হয়েছে। এছাড়াও ২৬ জুন, বেনাপোল পোর্ট থানা এলাকার ছোট আচঁড়া রেল ক্রসিং থেকে আসামী শ্রী সুমন ঘোষ (২৮), পলাতক আসামী শ্রী পলাশ কুমার (৩০), এর নিকট থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে। এবিষয়ে বেনাপোল পোর্ট থানায় পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামী আঃ আলীম (৫০) ও গ্রেফতারকৃত সাজা পরোয়ানা ভুক্ত আসামী মোছাঃ আঞ্জুরা বেগম (পলাতক),দ্বয়কে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাতদিন সংবাদ,জয়-
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর