Friday, December 5, 2025

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এনামুল শেখ নামে এক কাঁচামাল (সবজি) ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার ভোর ৬টার দিকে নড়াইল-যশোর সড়কের ধলগ্রাম এলাকায় ট্রাক-নছিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, লোহাগড়া উপজেলার বাড়ীভাঙ্গা গ্রামের নবীর শেখের ছেলে এনামুল ভোর রাতে আলু, মরিচ সহ কাচাঁমাল কিনতে নছিমনযোগে যশোর যাচ্ছিলেন। ধলগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে মাথা ফেটে যায়। তাকে নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এসময় নছিমনে থাকা আরো এক কিশোর আহত হন। তবে নছিমন চালক জাহিদুর রহমান সুস্থ্য আছেন।

রাতদিন নিউজ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর