Wednesday, April 30, 2025

যথাযথ ধর্মীয় মর্যাদায় যশোরে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

যথাযথ ধর্মীয় মর্যাদায় যশোরে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সোমবার সকাল সাড়ে সাতটায় শহরের ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জামাত শুরুর আগে ঈদের শুভেচ্ছা জানান যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ ও জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। নামাজ শেষে মোনাজাতে ফিলিস্তিনিসহ মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।

ঈদের প্রধান জামাতে শহরের গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এখানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়।

এছাড়া শহরের কারবালা কবরস্থান মসজিদ, উপশহর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, জেলখানা প্যারেড গ্রাউন্ডসহ শহরের বিভিন্ন স্থানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

এরপর মানুষ বাড়ি ফিরে গিয়ে কোরবানি আদায় করেন।

-রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর