ঝিকরগাছা প্রতিনিধি:শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে গ্রাহক সেবা নিশ্চিত করতে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিস কমপ্লেক্সে’র শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত ) ডাক্তার মোঃ নাসির উদ্দিন বিদ্যুতের অপচয় রোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ছিল শতভাগ বিদ্যুৎ পাবে জনগন। সেই প্রতিশ্রুতির আলোকে ঝিকরগাছা উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। আপনাদের জন্য সরকার তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ বিদ্যুত সেবা নিশ্চিতে বদ্ধ পরিকর। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কৃষ্ণনগর ওয়াপদাহ রোড়ের নিজেস্ব অফিস কার্যালেয় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি’র যশোর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে ও ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশিষ কুমার ভট্ট্রাচার্য্য’র সঞ্চালনার মধ্যদিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী শিবলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ হাবিবুর রহমান, ঝিকরগাছা জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) এস.এম কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন কলিম, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, যশোর জেলা যুবলীগের সহসভাপতি আজাহার আলী, পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশের আলী, ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন, বাঁকড়া ইউপি চেয়ারম্যান নেছার আলী, গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন বিল্টু, পল্লী বিদ্যুৎ সমিতি ঝিকরগাছা জোনের সভাপতি তৌফিকুল আলম স্বপন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, মিঠুন সরকার, উপজেলা যুবলীগ নেতা শামীম রেজা, জাফিরুল হক, একরামুল হক খোকন, এমামুল হাবিব জগলু, আব্দুল জব্বার, আরিফুর রহমান সন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক এমামুল হাবিব জগলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিবলু, ছাত্রলীগ নেতা হান্নান হোসেন প্রমূখ।







