বেনাপোলে পেচোর বাওড়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন । ঘটনাটি ঘটেছে রাত সোয়া আটতার দিকে। এতে কাস্টমস ইন্সপেক্টর রাফিউল ইসলাম গুরুতর জখম হয়েছেন। তাকে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে।
তার সাথে থাকা বন্ধু শার্শার সোহরাব হোসেন জানিয়েছেন, প্রচন্ড গরমে তারা দুই বন্ধু পেচোর বাওড়ে ঘুরতে যান। হঠাৎ করেই একদল সন্ত্রাসী এসে পেছেন থেকে হামলা চালায়। কেনো এমন করছে জানতে চাইলে, সন্ত্রাসীরা বলতে থাকে, এই ব্যাটার জন্যে অনেক ক্ষতি হয়েছে। তাদের একের পর এক আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দ্রুত এলাকা ত্যাগ করে। পরে তিনি স্থানীয়দের সহযোগিতায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
এ ঘটনা সম্পর্কে গুরুতর আহত রাফিউল ইসলাম জানিয়েছেন। তার কারো সাথে ওই এলাকায় কোনো শত্রুতা নেই। তবে, পেশাগত কারণে কেউ তার উপর ক্ষুব্ধ থাকতে পারে। হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি।
বেনাপোল প্রতিনিধি







