ভারতে পাচারের জন্য বেনাপোলে আনা তিন কিশোরকে উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে বেনাপোলের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলো, চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের আইয়ুব খাঁর ছেলে সবুজ খাঁ (১৫), একই এলাকার সালাউদ্দীনের ছেলে আবু বক্কর সিদ্দিক অন্তর (১৬) ও আয়ুব আলীর ছেলে জহির (১৭)। তবে এ পাচারের সাথে জড়িত মাদারীপুরের বাবুকে পুলিশ আটক করতে পারেনি। সে বেনাপোল পোর্ট থানা এলাকায় ভাড়া থাকে ও এমএম পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ জানান, পাচারের উদ্দেশে আনা কিশোরদের অবিভাবকদের বাড়িতে সংবাদ দেয়া হয়েছে, তারা আসলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বেনাপোল প্রতিনিধি







