Friday, December 5, 2025

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সিমান্ত থেকে ১০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্টথানা পুলিশ সদস্যরা। আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার গাজীপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে সালাউদ্দিন হোসেন (৪২) ও সাদিপুর গ্রামের মৃত আলমগীর হোসেনের স্ত্রী রেকসোনা বেগম (৪০) উভয় থানা বেনাপোল যশোর। সোমবার (৩ জুন) দুপুরে পুলিশ জানায় বেনাপোল পোর্ট থানাধীন বড় আচঁড়া গ্রামস্থ রেজাউল মার্কেটের আল-আরাফ খাবার হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ফুটপাতের উপর হইতে হেরোইনসহ তাদের আটক করা হয়। বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান,গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রাতদিন ডেস্ক-জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর