রাতদিন সংবাদ-
রাতদিন নিউজের বিশেষ প্রতিনিধি,শেখাহাঠি-তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বাঘারপাড়া উপজেলার আজম খান, তিনি তার জন্মদাতা মায়ের সুস্ততার জন্য সকলের কাছে দোয়া/অশির্বাদ প্রার্থনা করেছেন। সাংবাদিক আজম খান বলেন,আমার ‘মা’ বয়স জনিত কারনে অসুস্থ হয়ে মৃত্যুসজ্জায় রয়েছেন। সবার নিকট দোয়া প্রার্থনা করছি। আমরাও রাতদিন নিউজের পক্ষথেকে সাংবাদিক আজম খানের মায়ের সুস্ততার জন্য সকলের কাছে দোয়া/অশির্বাদ প্রার্থনা করছি।
রাতদিন সংবাদ,জয়-







