Friday, December 5, 2025

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এন্তাজ আলী গাজীর ইন্তেকাল

কেশবপুর প্রতিনিধিঃ– কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এন্তাজ আলী গাজী চিকিৎধীন অবস্থায় ১৪মে রাত ১০টার দিকে যশোর সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নাল্লিহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১৯৮৪ ও ১৯৯২ সালে পাঁজিয়া ইউনিয়নের দুই বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া পাঁজিয়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি,পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকালিন শিক্ষক ছিলেন। পাঁজিয়া বাজার কেন্দ্রীয় মসজিদের সভাপতি হিসেবে দীর্ঘদিন সুনামের সহিত দায়িক্ত পালন করেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জোহর নামাজ বাদ পাঁজিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরমের জানাজার নামাজে অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলী, চেয়ারম্যান আলাউদ্দিন আলা, পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন সহ সকল রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী।

রাতদিন ডেক্স/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর