Saturday, December 6, 2025

সড়কে প্রাণ গেলো এক আম ব্যবসায়ীর

বাগেরহাট প্রতিনিধি-

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় সোহেল হাওলাদার (৪০) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৫ মে) সকালে খুলনা-ঢাকা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সাতক্ষীরা থেকে পিকআপ ভ্যানে আম নিয়ে আসছিলেন। পথে টাউন নওয়াপাড়া এলাকায় হ্যামকো ফ্যাক্টরির সামনে পিকআপ ভ্যানটি বিকল হয়ে যায়। আম ব্যবসায়ী সোহেল সড়কে নেমে অন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সে সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং ঘাতক ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

রাতদিন ডেক্স/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর