Friday, December 5, 2025

রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল সড়ক দুর্ঘটনায় নিহত

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নীর ভাই রেজাউল হাসান (৪১) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বেলা ১১টার দিকে ঝিকরগাছার ট্রাক টার্মিনালের অদূরে এ ঘটনা ঘটেছে। নিহত রেজাউল হাসানসহ হাবিল নামে আরেক ব্যক্তি মোটরসাইকেল যোগে বেনাপোল যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিকরগাছা ট্রাক টার্মিনালে কাছাকাছি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে মোটরসাইকেল ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে নিহত হন রামনগর ইউনিয়নের রেজাউল হাসান। নিহতের বেয়াই আরমান হোসেন কাকন জানান, রেজাউলের ঝিকরগাছায় ঠিকাদারী ব্যবসা ছিলো। সেই কাজে তিনি ঝিকরগাছা যাচ্ছিলেন। যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

রাতদিন সংবাদ

আহত হাবিল

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর