গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনর সাথে আরেকটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ ঘটেছে।
শুক্রবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘর্টনা ঘটে। এ ঘটনায় এপর্যন্ত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর স্টেশন মাস্টার মো. হানিফ ।
প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে টাঙ্গাইল কমিউটারে খুব বেশি যাত্রী ছিলেন না বলে জানা গেছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
রাতদিন-সংবাদ:-







