ঝিকরগাছা,(যশোর)প্রতিনিধি:শান্তি,শৃংখলা,উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমার এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির ১০কর্মদিবসের পরিসমাপ্তি ঘটেছে।
বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের বাস্তবায়নে স্থানীয় বিএম হাই স্কুলের অডিটরিয়ামে কাটাখাল, কৃষ্ণনগর ও পায়রাডাঙ্গা গ্রামের ৬৪ জন নারী ও পুরুষের অংশগ্রহণের প্রশিক্ষার্থীদের নিয়ে সার্টিফিকেট গ্রহণ করছেন। অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের আনসার ও ভিডিপির পরিচালক মোল্লা আমজাদ হোসেন, যশোর জেলা কমান্ড্যান্ট ডাক্তার লুৎফর রহমান, আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক জাকির হোসেন, আনসার ও ভিডিপির দলপতি আনছার আলী, দলনেত্রী শাহানারাসহ আরো অনেকে। এসময় উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের পক্ষে প্রশিক্ষার্থীদের ক্লাস পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান, থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কর্মকর্তা ডাক্তার মোঃ আসরাফ উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তপণেশ্বর রায়, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মোহসীন আলী, ফায়ার সার্ভিস অফিসার কায়দি আজম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার জিএম আশরাফুজ্জামান।







