চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ চৌগাছা ঐতিহ্যবাহী সর্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে অনুষ্ঠিত চারদিন ব্যাপি শ্যামা কালী পূজা ও শুভ দিপাবলী অনুষ্ঠিত হয়েছে। শ্যামা সংকৃত্তিন ও হরিনাম ,সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপন করা হয় এবারের পূজা। ভক্তবৃন্দ মাস্ক পরে ও সামাজিক দুরত্ব বজায় রেখে শ্যামা মায়ের দর্শন করেন ।এ আয়োজনের মধ্যমণি ছিলেন শ্রী শ্রী শ্যামা কালী পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা ও চৌগাছা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাবেক সভাপতি বাবু নিমাই কুমার সরকার। এছাড়াও সার্বক্ষনিক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন, রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি ডাঃ মিতুম জয়, উদযাপন কমিটির সভাপতি রবিন কুমার সেন, সাধারণ সম্পাদক সষ্টী কুমার সরকান, কমল রায়, সুমন কুমার সরকার, তুষার বিশ্বাস,হবু দত্ত,শান্তী ভদ্র, শ্যাম সুন্দর দাস সহ স্বেচছাসেবক কমিটির সদস্য বৃন্দ।







