Friday, December 5, 2025

ঝিকরগাছায় র‌্যাবের অভিযানে ২ কেজি গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে।প্রধানমন্ত্রীর নির্দেশনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধান এবং ডিজি র‌্যাব ফোর্সেস মহোদয়ের নির্দেশনায় র‌্যাব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে।বুধবার ১১ তারিখ সকাল ১০ টার  সময় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে  ঝিকরগাছা থানাধীন গদখালী বাজারের পূর্ব পাশের  ঈদ গাঁ মাঠের মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করা হয়। দুই কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয় ,গদ খালী গ্রামের মিজানুর রহমান (২৯), পিতা-মৃত জলিল সর্দার।পরে আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর হয়। এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৯ (ক) ধারায় মামলা করা হয়।

রাতদিন নিউজ:

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর