খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট সংলগ্ন জামান জুট মিলে ভয়াবহ আগুন লেগে সব পাট পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে এ আগুন লাগে। প্রায় দেড় ঘন্টা পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, এদিন রাত ১০টার দিকে নগরঘাট এলাকার জামান জুট মিলে আগুন ধরে যায়। খবর পেয়ে রাত ১০টা থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর রাত ১১ টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
জামান জুট মিলের ম্যানেজার রিপন মোল্লা জানান, ওইদিন রাত ৯ টায় তারা জুট মিল বন্ধ করে বাসায় চলে যান। এরপর তিনি আগুন লাগার খবর পান। সাথে সাথে তিনি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আগুনে জুট মিলের সব পাট পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও মিলের কিছু যন্ত্রপাতি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, আগুনের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।







