মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৫ ডিসেম্বর বিকেলে কেশবপুর প্রেসক্লাব হলরুমে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলুর নেতৃত্বে আর এক অংশ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু বলেন কেশবপুর উপজেলা যুবলীগ এ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদারের সঙ্গে রয়েছেন। দুয়েক জন যুবলীগ নেতা স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে কাজ করছেন। তবে উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের পদধারী নেতারা নৌকার পক্ষে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রেখেছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মিন্টু, সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাজী আলমগীর, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমুল হুসাইন, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন আলম, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্ত্তী প্রমুখ। এর আগে গত ২৪ ডিসেম্বর বিকেলে কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেনের পক্ষে নির্বাচনে কাজ করার ঘোষণা দেন।
রাতদিন ডেস্ক/জয়-০৪







