Saturday, December 6, 2025

যশোর-৫ মণিরামপুর আসনে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত:প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সংবাদ সম্মেলন

যশোর-৫ মণিরামপুর আসনে নৌকা মার্কার প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী ও তার সমর্থকরা।

তিনি ও তার কর্মীরা মণিরামপুরে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন। তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় হামলা ও মারপিটের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে তার ওপর দায় চাপানো হচ্ছে। তিনি আরো বলেন, প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এসএম ইয়াকুব আলী নৌকা মার্কার কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা সঠিক নয়। তিনি এর প্রতিবাদ জানান।

বৃহস্পতিবার সকালে মণিরামপুরে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র অধ্যক্ষ মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

-বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর