Friday, December 5, 2025

রংপুরে তাবলিগ জামাতের ইজতেমা শুরু

আসাদুল ইসলাম আসাদ: বিএনপির ডাকা অবরোধ উপেক্ষা করে রংপুরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর নগরের আলমনগর স্টেশন রোডে আরডিসিসিএস মাঠে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়।

ইজতেমা মাঠে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি শামিয়ানার নিচে অবস্থান নেন। এখানে আরডিসিসিএস–সংলগ্ন তাঁবুর নিচে একসঙ্গে ৫০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ২০১০ সাল থেকে রংপুরে ইজতেমা হয়ে আসছে। এবার রংপুরে অষ্টমবারের মতো ইজতেমা হচ্ছে।

ইজতেমায় অংশ নেওয়া মুসল্লি আবদুল্লাহ খান নান্নু বলেন, “আমি গত রাতেই ইজতেমার মাঠে এসে উপস্থিত হয়েছি। যদিও আমার বাসা খুব বেশি দূরে নয়। আমি ইজতেমার নিয়ম অনুসারে, ইবাদত করে মহান আল্লাহর রহমত পেতে চাই। আল্লাহ যেন আমাকেসহ ইজতেমা মাঠে আসা সবাইকে কবুল করে নেন।”

ইজতেমায় অংশ নেওয়া বিদেশি মেহমান, মুরব্বি ও মুসল্লিদের সেবায় কয়েক শ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। দূরের মুসল্লিদের পরিবহন রাখার জন্য গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে। মাঠের আশপাশে শতাধিক খাবারের দোকান বসানো আছে। সহস্রাধিক শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে।

ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন। র‌্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্য ও সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছেন। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও।

ইজতেমা সফল করতে কয়েক হাজার স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করছেন। এবারের ইজতেমায় যৌতুকবিহীন ইসলামি শরিয়াহ মোতাবেক কয়েকজনের বিয়ে সম্পন্ন হবে। আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর