Saturday, May 4, 2024

চুরির অপবাদ দিয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে নির্যাতন

- Advertisement -

চুরির অপবাদ দিয়ে মাদ্রাসা শিক্ষার্থী শিশু আবু রাহাদকে (১২) দোকানের খুটির সাতে বেঁধে জুতাপেটা ও মারপিটের অভিযোগে পিতা ও তার দুই ছেলের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন রাহাদের পিতা সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম।

আসামিরা হলো, ওই গ্রামের শাহজামাল মোড়ল (৫৯) এবং তার দুই ছেলে হাসান আলী (৩৩) ও হোসেন আলী ওরফের বুলু (২৮)।

এজাহারে রফিকুল ইসলাম উল্লেখ করেছেন, তার ছেলে রাহাদ সতীঘাটা আশরাফুল মাদ্রাসায় লেখাপড়া করে। আসামি হোসেন প্রায় সময় তার ছেলে ডেকে নিয়ে দোকানে কাজ করাতো। তিনি নিশেধ করলেও শোনে নি। গত ১০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে বাজুয়াডাঙ্গা ব্রিজের কাছ থেকে একটি মোটরসাইকেলে করে তার ছেলে উঠিয়ে নিয়ে যায় হোসেন। এরপর দোকানের পেছনে আটকে রেখে তাকে মারপিট করে। এবং দোকান থেকে টাকা চুরির অপবাদ দেয়। চৃুরির কথা স্বীকার করতে বলে। এরপর দোকানের সামনে নিয়ে এসে খুঁটির সাথে বেঁধে জুতো দিয়ে মারপিট করে। পরে বাধ্য হয়ে রিহাদ চুরি করেছে বলে স্বীকার করে। আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে ছাড়াতে গেলে তাদেরকেও হুমকি দেয় আসামিরা। পরে লোকজন রিহাদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত