Tuesday, May 7, 2024

বাঘারপাড়ায় নববর্ষ উৎযাপিত,পান্তা ইলিশ না থাকায় সমালোচনা

- Advertisement -

বাঘারপাড়া অফিস:- যশোরের বাঘারপাড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষকে বরণ করতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার(১৪ এপ্রিল )সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে এ উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে মেইন মেইন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদেও মধ্যে এসে শেষ হয়। র‌্যালি শেষে পরিষদ মঞ্চে ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীরা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
মঙ্গল শোভাযাত্রায় বাংলার আবহমান কালের ঐতিহ্য বিভিন্ন ধরনের পশু ,পাখি, ফুল এর অঙ্কিত ছবি এবং বাঙালি ঐতিহ্যের বিভিন্ন উপকরণ গ্রাম বাংলার উপকরণ প্রদর্শন করা হয়। বাঘারপাড়া শিল্পকলা একাডেমির শিল্পী পলাশ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলী সাধারণ সম্পাদক হাসান আলী বিশ^াস, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা রাণি বিশ^াস, ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, এ্যাসিল্যান্ড তামান্না ফেরদাউস, খাদ্য অধিদপ্তর অফিসার নাজমা খানুম, ওসি শাহাদাত হোসেন, সমাজ সেবা অফিসার আশরাফুল আলম, মধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মামুন আল আজাদ, মুন্সি বাহার উদ্দীন বাহার, কৃষি বীদ এনায়েত হোসেন লিটন প্রমূখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানে সকল পর্যায়ে অংশগ্রহণকারীদের মাঝে প্যাকেট খাবার পরিবেশন করা হয়। এদিন পান্তা ইলিশ না থাকায় সকল উপস্থিতিদের মাঝে সমালোচনার ঝড় ।

রাতদিন-সংবাদ:-

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত