Saturday, May 4, 2024

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য চলবে না, এমপি এনামুল হক বাবুল

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক:- যশোর সদরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত দুই প্রধান শিক্ষকের স্মরণে , স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য শিক্ষাবিদ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব লোকমান হোসেন ও আলহাজ্ব মোকসেদ আলি খান সহ প্রয়াত সকল শিক্ষক-শিক্ষিকা’র স্মরণে ১৩ এপ্রিল শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ‘ বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ’ কর্তৃক আয়োজিত এই স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রবীন, নবীন সহ বিভিন্ন বয়সের শত শত ছাত্র-ছাত্রী যারা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন তাদের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রাঙ্গণ এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে গুনি এসকল শিক্ষকদের স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্র ও বক্তারা। স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল।

তিনি বরেণ্য ও গুনি এ সকল শিক্ষকদের স্মৃতিচারণ করেন এবং শিক্ষকরা মানুষ গড়ার কারিগর উল্লেখ করে বলেন, বর্তমান সময়ের শিক্ষকদের যথাযথ মূল্যায়ন হয় না। এ প্রজন্মসহ সকলের উচিত শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করা। শিক্ষকদের মূল্যায়নের মাধ্যমে সমাজের এবং রাষ্ট্রের যোগ্য নাগরিক দক্ষ নেতৃত্ব তৈরি হবে। তিনি আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠানে কোন নিয়োগ বাণিজ্য চলবেনা, একজন মেধাবী শিক্ষকই পারেন একজন মেধাবী ছাত্র তৈরি করতে, তবেই হবে শিক্ষিত বাংলাদেশ। তিনি প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনা করেন। স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব এম নাজিম উদ্দিন আল আজাদ, ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক হারুন আর রশিদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ঈগল পরিবহনের স্বত্বাধিকারী অশোক রঞ্জন কাপুড়িয়া, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উদযাপন পরিষদের উপদেষ্টা শেখ শামসুজ্জোহা চান্নু, বসুন্দিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ খান, বাংলাদেশ পুলিশের সাবেক আর আই লুৎফর রহমান খান প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শেখ মাহফুজুর রহমান ও প্রভাষক মতিউর রহমান খান। জোহর নামাজ বাদ মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত