Saturday, May 4, 2024

যশোরে গুড়ি গুড়ি বৃষ্টি

- Advertisement -

যশোরসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ রোববার (৭ এপ্রিল) বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, ফরিদপুর এবং ঢাকা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আজ সকাল ৮টা থেকে যশোরসহ আশপাশের অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু হলেও কিছুক্ষণ পর তা থেমে যায়। তবে আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে।

আমিনুর রহমান নামে এক রিকশা চালক জানান, সকালে বৃষ্টি শুরু হওয়াতে ভেবেছিলাম আজ হয়তো সারাদিন বৃষ্টি হবে। তবে কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলে রিকশা নিয়ে রাস্তায় বের হয়েছি।

বাবলু খলিফা নামে এক ব্যবসায়ী জানান, সকালে বৃষ্টি শুরু হওয়ার কারণে মনে করছিলাম আজ হয়তো দোকান খুললেও ক্রেতা হবে না। তবে বৃষ্টি থেমে যাওয়ার করণে লোকজন আসতে শুরু করেছে।

-বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত