Thursday, May 2, 2024

মাহমুদউল্লাহর ফিফটি, সাকিবের তিন উইকেট

- Advertisement -

ভয়ঙ্কর জ্যামের কবলে পড়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বিকেএসপির দুটি ম্যাচ স্থগিত হয়ে গেছে। অন্যদিকে, ফতুল্লায় চলছে আবাহনী-মোহামেডান দ্বৈরথ।

প্রথমে ব্যাট করতে নেমে আবাহনীর বোলারদের তোপে ১৯১ রানের বড় পুঁজি গড়তে পারেনি মোহামেডান। দলটির হয়ে কেবল বড় ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। আবাহনীর হয়ে ৩ উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব। এ ছাড়া দুটি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।

ঢাকার ক্রিকেটে আবাহনী বনাম মোহামেডান মানেই অন্যরকম এক দ্বৈরথ। চলমান ডিপিএলে আজ মুখোমুখি এই দুই দল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৫ রানের মাথায় ফেরেন মোহামেডানের দুই ওপেনার ইমরুল কায়েস ও রনি তালুকদার। দুজনকেই ফিরিয়েছেন তাসকিন।

এরপর আবারো জোড়া শিকার করেন আবাহনীর আরেক পেসার তানজিম হাসান সাকিব। মাহিদুল ইসলাম অঙ্কনকে ৫ রানে ও রুবেল মিয়া ফেরেন ১১ রানের মাথায়। ১৯ রানে বিদায় নেন আরিফুল ইসলাম।

৫৭ রানে ৫ উইকেট হারানো মোহামেডানের হাল ধরেন মাহমুদউল্লাহ ও নাসুম আহমেদ। তবে নাসুম ফিরে যান ৩৮ বলে ১০ রান করে। এরপর আরিফুল হককে নিয়ে ৪০ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। ব্যক্তিগত অর্ধ-শতক তুলে ৫৪ রান করে বিদায় নেন মাহমুদউল্লাহও। পরে আরিফুল হক করেন ৩৩ রান।

পরবর্তীতে আবু হায়দার রনির ব্যাট থেকে আসে ১৫ বলে ২২ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে মোহামেডানের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৯০ রান।

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত