Saturday, April 27, 2024

সংগঠনের নাম ভাঙিয়ে কেউ পার পাবে না: ছাত্রলীগ সভাপতি

- Advertisement -

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় জখম সাংবাদিক সাব্বির আহমেদের প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা অবলম্বন করি। শুদ্ধ অভিযান পরিচালনা করি। তাই বলবো সংগঠনের নাম ভাঙিয়ে কোনো ধরনের বিচ্যুতি ঘটিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

শনিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ক্যাম্পাস সাংবাদিকতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিক যেন নির্বিঘ্নে গণমাধ্যমের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে সেই ব্যাপারে আমরা শতভাগ দায়বদ্ধ থাকব। ক্যাম্পাস ডেমোক্রেসি এবং ক্যাম্পাস জার্নালিজম মুক্ত স্বাধীনভাবে নিঃসংকোচিতভাবে করতে পারে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সেই ভূমিকা আগামীতেও অক্ষুণ্ন রাখার চেষ্টা করবে।

তিতুমীর কলেজসহ মেয়াদোত্তীর্ণ ছাত্রলীগের সব কমিটির বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, আমরা ধারাবাহিকভাবে সব মেয়াদোত্তীর্ণ যে সকল কমিটি রয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে সম্মেলন করছি। কর্মীসভা করছি। তিতুমীর কলেজে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা হবে। একইসঙ্গে সম্মেলনের তারিখ দ্রুতই ঘোষণা করা হবে।

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত