Monday, April 29, 2024

নড়াইল গুণীজন সংবর্ধনা ও গ্রন্থ প্রকাশনা উৎসব

- Advertisement -

নড়াইল প্রতিনিধি- নড়াইল গুণীজন সংবর্ধনা ও গ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষানুরাগী ও মুক্তিযোদ্ধাসহ ৩০ গুণীজনকে সংবর্ধনা এবং কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হরেন্দ্র নাথ রায়ের লেখা দু’টি গ্রন্থের মোড়ক উন্মাচন করা হয়।

শনিবার (২৩ মার্চ) দুপুরে নড়াইলের রামনগর চর কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দীন আহম্মেদ। কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি কৃষিবিদ বিদ্যুৎ কুমার সান্যালের সভাপতিত্বে নড়াইল ভিক্টারিয়া কলেজের সহকারী অধ্যাপক কেয়া রাণু রায়ের সঞ্চলনায় বক্তব্য দেন কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিবেকানন্দ বিশ্বাস , বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হরেন্দ্র নাথ রায়, প্রৌকশলী সত্যজিৎ রায়, বীরমুক্তিযাদ্ধা কৃষ্ণপদ বিশ্বাস , নড়াইল ভিক্টারিয়া কলেজের সহযাগী অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস , নড়াইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম,সহকারী অধ্যাপক ধ্রুব কুমার দাম, কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর গোলদার প্রমুখ।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং ওই এলাকার নারী শিক্ষাকে এগিয়ে নিতে স্থানীয় ২৫ জন ও মুক্তিযোদ্ধাসহ ৩০ গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত