Monday, April 29, 2024

অভয়নগরে পানের বরজে আগুন,৪কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

- Advertisement -

বিশেষ প্রতিনিধি:- যশোরের অভয়নগর উপজেলার বিভাগদি গ্রামে পানের বরজে অগ্নিকান্ডে চারজন কৃষক ব্যপক ক্ষতিগ্রহস্থ হয়েছেন। শনিবার (৯ র্মাচ) সকাল এগারোটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন ওই গ্রামের মৃত কালু মিয়া শেখের ছেলে মো.আবুল হোসেন, আলাউদ্দীন দেওয়ানের ছেলে সিরাজুল ইসলাম, মৃত কাওছারের ছেলে ইনামুল হক ইমা, স্বর্গীয় পরিমল বর্মণের ছেলে প্রদীপ বর্মণ। ক্ষতিগ্রস্থ কৃষক আবুল হোসেন জানান, সকালে বজরে কাজ করছিলাম ১১টার দিকে খাবার খেতে বাড়িতে আসি। এ সময় খবর আসে বরজে আগুন লোগেছে। খাবার ফেলে ছুটে আসি বরজে। এসে দেখি চারি দিকে আগুন ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী এগিয়ে আসে আগুন নেভাতে। কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আসছে না। নওয়াপাড়া ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রæত ছুটে এসে আগুন নেভায়। ততক্ষনে চারজন কৃষকের চার বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো জানান, তাদের আয় রোজগারের একমাত্র অবলম্বন ওই পানের বরজ। এখন ফসল উঠার মুহূর্তে বরজ পুড়ে যাওয়ায় তারা পথে বসেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ তৈয়েবুর রহমান বলেন, যাদের বজর পুড়েছে তারা প্রান্তিক চাষী। একমাত্র বজর ছাড়া তাদের অন্য কোন আয় রোজগারের পথ নাই। পানের বরজ পুড়ে যাওয়ায় ওই কৃষকেরা নি:স্ব হয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ বলেন, ‘বিভাগদি গ্রামে চার জন কৃষকের পানের বরজ পুড়ে যাওয়ার খবর পেয়েছি। কেউ শত্রæতা বশত আগুন আগুন দিয়েছে কিনা তা গভীর ভাবে তদন্ত করার জন্য ওসি সাহেবকে নির্দেশ দিয়েছি। ক্ষতিগ্রহস্থদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

রাতদিন ডেক্স/জয়-৫

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত