Monday, April 29, 2024

সাতক্ষীরা সিটি কলেজের ৩ শিক্ষক কারাগারে,অধ্যক্ষ পলাতক

- Advertisement -

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রতারণা, জালিয়াতি ও তথ্য গোপনের মাধ্যমে কনিষ্ট শিক্ষকদের এমপিওভুক্তকরণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায়,সাতক্ষীরা সিটি কলেজের তিন শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। । সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার বিশেষ আদালতে আসামিরা আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিশেষ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ চাঁদ আব্দুল আলীম আল রাজী, শুনানি শেষে তাদের তিনজনের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

কারাগারে যাওয়া সিটি কলেজের শিক্ষকরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের এসএম আবু রায়হান (ইংরেজি বিভাগের প্রভাষক), সদর উপজেলার নেবাখালি গ্রামের নাসির আহম্মেদ (দর্শণ বিভাগের প্রভাষক) এবং সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের অরুন কুমার সরকার (হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক)। সোমবার বিকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে, অসুস্থতার জন্য মেডিকেল সার্টিফিকেট বিবেচনা করে আদালত জামিন দিয়েছেন একই মামলার অপর আসামি দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মনিরুল ইসলামকে। তবে মামলার প্রধান আসামি সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ বর্তমানে পলাতক রয়েছেন। সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে চার প্রভাষককে এমপিওভুক্ত করার মাধ্যমে ২০ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকা আত্মসাতের অভিযোগে উপরোক্ত আসামিদের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক প্রবীর কুমার দাস ২০২২ সালের ৯ মার্চ খুলনা সমন্বিত জেলা কার্যালয় মামলা দায়ের করেন।

রাতদিন ডেস্ক/জয়-০৫

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত