Monday, April 29, 2024

জনতা ব্যাংক নড়াইল শাখা নতুন ভবনে স্থানান্তরিত

- Advertisement -

নড়াইল প্রতিনিধি: নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালের দক্ষিণ পাশে হাসিব প্লাজার দ্বিতীয় তলায় জনতা ব্যাংকের নড়াইল শাখা নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে। সোমবার দুপুরে নতুন ভবনে শাখার শুভ উদ্বোধন করেন জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ আবদুর রাজ্জাক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আবদুর রাজ্জাক বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জনতা ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে নড়াইলবাসীর সেবা আরও সহজতর হবে। তিনি শাখার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডিজিটাল পরিষেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনে সর্বাত্মক চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। তিনি বলেন, জনতা ব্যাংকের নতুন ভবন নড়াইলবাসীর জন্য আশীর্বাদ। এই শাখার মাধ্যমে নড়াইলবাসী আরও উন্নত ব্যাংকিং সেবা পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের যশোর এরিয়া উপমহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেন, সহকারী মহাব্যবস্থাপক (ইনচার্জ) শেখ সাজ্জাদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত