Sunday, May 5, 2024

অস্থায়ী রেল শ্রমিকেরা চাকরি স্থায়ী করার দাবিতে অবরোধ,ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

- Advertisement -

রাজধানীর মালিবাগে রেললাইন আটকে কর্মসূচি পালন করছেন রেলের অস্থায়ী শ্রমিকেরা। আজ রোববার সকাল ১০টার পর থেকে তারা এই কর্মসূচি পালন শুরু করেন। এতে ঢাকার সঙ্গে কিছু জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সকালে রংপুর এক্সপ্রেস ও টাঙ্গাইল কমিউটার নামের দুটি ট্রেন মালিবাগে গিয়ে আটকে পড়ে। এরপর থেকে ট্রেন চলাচলে বিঘ্ন শুরু হয়।

রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা চাকরি স্থায়ী করার দাবিতে বেশ কিছুদিন ধরে কর্মসূচি পালন করছেন।

শ্রমিকেরা বিভিন্ন সময় বলেছেন, বিজ্ঞাপন দিয়ে সারা দেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তাঁরা ইতিমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। চুক্তি ছিল তিন থেকে চার বছরের মধ্যে তাঁদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু আজও রেল কর্তৃপক্ষ তাঁদের স্থায়ী করেনি। বরং তাঁদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণায় ক্ষুব্ধ হয়েছেন তাঁরা।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ের কারও বক্তব্য পাওয়া যায়নি। বেলা সোয়া ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের কর্মসূচি চলছিল।

ডেস্ক রিপোর্ট/ জয়_০৩

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত