Saturday, April 27, 2024

যশোরের পেপসির ড্রাইভার শানু হত্যা মামলায় দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট

- Advertisement -

যশোরে পেপসি কোম্পানির ড্রাইভার আনসার হোসেন শানু হত্যা মামলায় দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই ইবনে খালিদ হোসেন।

অভিযুক্ত আসামিরা হলো, শহরের চাঁচড়া রায়পাড়ার কামরুল ইসলাম বাবু ওরফে কালা বাবুর ছেলে রাকিবুল ইসলাম রকি ও শংকপুর মুরগীর ফার্মগেট এলকার রজব আলীর ছেলে সোহেল ওরফে মুরগী সোহেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ৩০ আগস্ট বিকেলে রায়পাড়া কলয়াপট্টিতে রকি ও সোহেলসহ অপরিচিত কয়েকজন পূর্বশত্রুতার জের ধরে শানুকে ছুরিকাঘাতে জখম করে। চিকিৎসাধীন অবস্থায় ২ সেপ্টেম্বর শানু মারা যায়।

এ ঘটনায় নিহতের মা চায়না আক্তার মিতা বাদী হয়ে রকি ও সোহেলসহ অপরিচিত ৩/৪ জনকে আসামি করে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত দুইজনকে আটক দেখানো হয়েছে।

রাতদিন সংবাদ/আর কে-০৭

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত