Saturday, April 27, 2024

কেশবপুরে বোরো ধান-চাল ক্রয়ের উদ্বোধন

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধান ও চাল ক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে ওই ধান-চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস এম শামীম হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনিল মন্ডল, কারিগরি খাদ্য পরিদর্শক ফারহানা শারমিন, সহকারি উপখাদ্য পরিদর্শক রুহুল আমীন প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস এম শামীম হাসান বলেন, কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩০ টাকা দরে ও প্রতি কেজি চাল ৪৪ টাকা দরে নেওয়া হচ্ছে। বোরো ধান ১ হাজার ২১৮ মেট্রিক টন ও চাল ৩৩৪ মেট্রিক টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত খাদ্য গুদামে ধান-চাল ক্রয় করা হবে।
আর কে-১৫
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত