মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ দুইদিনের প্রীতি ম্যাচ খেলতে ল’ইয়ারস ক্রিকেট এ্যসোসিয়েশন অব বাংলাদেশ টিমের কালীগঞ্জে সফর শেষ হয়েছে। শনিবার শেষ দিনের প্রীতি ম্যাচে তারা কালীগঞ্জ ক্রীকেট একাদশের কাছে পরাজয় বরন করেন। এর আগে শুক্রবার অনুষ্টিত টি-২০ প্রীতি মাচেও তারা হেরে যান।
শনিবার সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠে শেষ দিনে খেলার বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। খেলার মাঠে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের রেজিষ্টার জনাব, মশিউর রহমান।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্ষ্য জানান, তাদের আমন্ত্রনে দুই দিনের প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে আসেন ল’ইয়ারস ক্রিকেট এ্যসোসিয়েশন অব বাংলাদেশ টিম। ক্লাবের সাধারন সম্পাদক মরহুম লুৎফর রহমান লাড্ডুর স্বরনে অনুষ্টিত শুক্রবার প্রথম টি-২০ ম্যাচে তারা কালীগঞ্জ টিমের কাছে পরাজয় বরন করেন।
শনিবার শেষ দিনে ৩০ ওভারের খেলায় টচে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কালীগঞ্জ একাদশ ৬ ইউকেট হারিয়ে ৩৫০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ল’ইয়ারস ক্রিকেট একাদশ ৮ ইউকেট হারিয়ে ২৪৮ রান করতে সক্ষম হয়। খেলায় আম্পায়ারের দ্বায়িত্বে ছিলেন শাহিনুর রহমান ও আলতাফ হোসেন। অফিসিয়াল ষ্কোরার ছিলেন কার্ত্তিক ভট্টাচার্ষ্য।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া ব্যাক্তিত্ব শামিম রেজা বাচ্চু, সাখাওয়াৎ হোসেন. ঊাবু দিলিপ ভট্টাচার্ষ্য, আসাদুজ্জামান মুকুল, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জামির হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক সাবজাল হোসেন, সাংবাদিক মিশন হোসেন, ক্রিড়া ফেডারেশনের সদস্য ওবাইদুল হক মেহেদি, নুরুল ইসলাম, আমামুল হক খোকা ও নজরুল ইসলাম সহ অন্নান্য সদস্যগন।
আর কে-১৮
