Friday, April 26, 2024

যশোরে গৃহবধুকে ছুরিকাঘাত

- Advertisement -

যশোরে জমিজমা সংক্রান্ত বিষয়ের জেরে এক গৃহবধুকে মারপিট করে ছুরিকাঘাত ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ অভিযোগে ওই গৃহবধুর স্বামী যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আসাদুজ্জামান কোতোয়ালি থানায় ছয় জনের বিরুদ্ধে সোমবার লিখিত অভিযোগ দিয়েছেন। বিবাদীরা হলেন, দাইতলা সরদার পাড়ার হাসান সরদার ও তার ছেলে কামাল হোসেন, রায়মানিক গ্রামের মিজানুর রহমান, একই গ্রামের সাকিল, আওয়াল ও জব্বার।
অভিযোগে আসাদুজ্জামান উল্লেখ করেন, তিনি ঢাকা ব্যাংকের কাছথেকে দাইতলা মৌজায় ৪১ শতক জমি কেনেন। বিবাদীরা ওই জমির গাছ জোরকরে কেটে নেয়। এ বিষয়ে তিনি আদালতে মামলা করেন। এছাড়া স্থানীয়ভাবে মীমাংসার জন্য চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়ে শালিশের উদ্যোগ নেন। তারই অংশ হিসেবে গত ১২ মার্চ সালিশও হয়। কিন্তু মীমাংসা হয়না। এরপর রাত সাতটার সময় বিবাদীরা একত্রিত হয়ে এসে তার স্ত্রী শম্পাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায় প্রতিবাদ করলে তার স্ত্রীকে ছুরিকাঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। শুধুই তাই নয়, স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন শম্পাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত