Friday, April 26, 2024

কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ের ৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ

- Advertisement -

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ের ৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধী, দুস্থ অসহায় ও স্কুল, কলেজের ছাত্র- ছাত্রীদের মাঝে ৫ শত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে এবং সন্ধ্যায় রামায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জানুয়ারি “২৩ ) দেবালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বালিয়াডাঙ্গা দেবালয়ের ট্রাস্টির সাধারণ সম্পাদক স্বপন মুখার্জির সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলার সহ-সভাপতি নন্দ দুলাল বসু,পুজা উদযাপন পরিষদের জেলা সদস্য ও উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক,পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক আশুতোষ হালদার, বালিয়াডাঙ্গা দেবালয় কারিগরি ট্যাকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজর অধ্যক্ষ উদাস কান্তি,বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় মাধ্যমিক বিদ্যালয় বিএম শাখার প্রধান শিক্ষক মাসুদুর রহমান, বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভন ব্যানার্জীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষক, শিক্ষিকা, ছাত্র -ছাত্রী প্রমূখ।

উল্লেখ্য,বালিয়াডাঙ্গা দেবালয় টেস্টের সাপ্নিক প্রতিষ্ঠাতা ও জমিদাতা স্বর্গীয় কালিপদ মূখার্জীর স্বরণে স্মৃতিচারণ মুলক আলোচনা, রামায়ণ,শীত বস্ত্র কম্বল বিতরণের মাধ্যমে দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দেবালয় টেস্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা বিভিন্ন ধরনের সহযোগিতাকারী পরলোকগমন করেছেন এবং দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা কামনা করা হয়।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত