Friday, April 26, 2024

নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জের বিরুদ্ধে বলাৎকারের চেষ্টার অভিযোগ

- Advertisement -

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হাচানের বিরুদ্ধে এক কিশোরকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি মুখে মুখে রটে পরায় সাতদিনের ছুটি নিয়ে নিজেই এলাকা ছাড়া হয়েছেন তিনি। পরে দুর থেকেই ভিকটিম পরিবারকে হুমকি ধামকি দিচ্ছেন। যদিও এসব অভিযোগ ওই পুলিশ অফিসার অস্বীকার করেছেন।

ভুক্তভোগী কিশোর জানিয়েছে, ওই এলাকার একটি ফ্যাক্টারিতে তিনি দিনমজুর হিসেবে কাজ করেন। গত ১৯ অক্টোবর সন্ধ্যার দিকে জামতলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথেই নরেন্দ্রপুর পুলিশ র্ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হাচানের ভাড়া বাড়ির সামনে তার দেখা হয়। এসময় নাজমুল তাকে বাড়িতে নিয়ে যেয়ে প্রথমে মাথা মেসেজ করান। এরপর তার তার পা ও শরীর মেসেজ করান। এক পর্যায় তাকে বলাৎকারের চেষ্টা করে। পরে দৌড়ে পালিয়ে চলে যায় ওই কিশোর। বাড়িতে যেয়ে পরিবারকে জানান।

একদিন পরে রাত ৯ টার দিকে ওই দারোগা ভুক্তভোগী কিশোরের বাড়ির সামনে যেয়ে আবার তাকে ডাকতে থাকেন। পরে পরিবার প্রতিবাদ জানায়। এরপর থেকে এ বিষয়ে নানা হুমকি ধামকি দিতে থাকেন নাজমুল। একেক সময় একেক লোক দিয়ে হুমিক ধামকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগির পরিবার।

এই বিষয়ে অভিযুক্ত দারোগা নাজমুল হাচান ঘটনাটি অস্বীকার করে বলেছেন, ‘আমি ছুটিতে আছি। এ বিষয়ে তার কিছুই জানা নেই।

এ বিষয়ে কোতয়ালি থানা তদন্ত ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, এ ধরণের কোন অভিযোগ কেউই দেয়নি। অভিযোগ দিলে অবশ্যই তদন্ত করে প্রয়োাজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রাতদিন সংবাদ/আর কে-১৬

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত