Friday, April 26, 2024

যশোরে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল চুরি, মুড়লীর টাইগার আটক

- Advertisement -

যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এর ছয়টি লোহার তৈরি শার্টার চুরির অভিযোগে জাকির হোসেন বাবু ওরফে টাইগারকে আটক করেছে পুলিশ। টাইগার মুড়লী জোড়া মন্দির এলাকার মৃত দ্বীন মোহাম্মদ মুন্সির ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
মাহবুব ব্রাদার্সের সাইড ইঞ্জিনিয়র ফাইজুল ইসলাম জানিয়েছেন, মনিহার- মুড়লির চার লেনেরে প্রোজেক্টের ড্রেন পাইলিং এর কাজের জন্য ২০০/২৫০টি শার্টার কবচর করিম পাম্পের সামনের রাস্তার পাশে রাখা ছিল। আসামি টাইগার প্রায় সময় তার আশেপাশে ঘোরাফেরা করতো। বিষয়টি নিয়ে সন্দেহ হয়। গত ২০ সেপ্টেম্বর সকাল ওই স্থানে গিয়ে দেখেন ৫০ হাজার টাকা মূল্যের ৬ টি শার্টার নেই। পরে খোঁজাখুজি করে দেখেন রামনগর ধোপাপাড়া গ্রামের বিশ্বাস সার্র্ভিস সেন্টার নাম দোকানের সামনে তিনটি রাখা আছে। সেখানে আসামি টাইগারও আছে। তিনি সেখানে লোকজন নিয়ে গেলে আসামি পালানোর চেষ্টা করে। পরে পিছু ধাওয়া করে তাকে আটক করা হয়। এরপর পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাইগারকে হেফাজতে নেয় এবং শার্টার তিনটি জব্দ করে থানায় নেয়।

রাতদিন সংবাদ

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত