Saturday, April 27, 2024

অভয়নগরে বঙ্গমাতা স্মরণে দেড় শতাধিক নারীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ডা. নিকুঞ্জ

- Advertisement -

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার পায়রা বাজারের জাগরণী চক্র ফাউন্ডেশন ও ধোপাদি নুতন বাজারের ধোপাদি মডেল এডাস স্কুলে দেড় শতাধিক মায়েদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন। মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর দিন ব্যাপি যশোরের অভয়নগরে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলার উদীচীর সভাপতি বাবু সুনীল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পায়রা সমৃদ্ধি শাখার কো-অর্ডিনেট বিপ্লব কুমার রাহা। এসময় প্রেসক্লাব বসুন্দিয়া যশোরের সভাপতি আবু তাহের,প্রেসক্লাব বসুন্দিয়া যশোরের সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় সৌজন্য সাক্ষাৎ করেন অভয়নগর ৩নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য গোলাম রসুল তরফদার। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা এক নারী বলেন, আমার স্বামী ভ্যান চালক। অর্থের অভাবে শহরে গিয়ে ভালো চিকিৎসা নিতে পারিনা, ডা. সাহেব আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা দিচ্ছেন, সাথে ঔষধ দিচ্ছেন এতে আমাদের অনেক উপকার হচ্ছে। অন্য এক নারী বলেন, বর্তমান সময়ে আমরা কল্পনাও করতে পারিনা পল্লীতে এসে একজন অধ্যাপক ডা. আমাদেরকে এভাবে ফ্রি চিকিৎসা ও ঔষধ দিবেন। আমিসহ আমরা সকলেই ডা. সাহেবের জন্য দোয়া ও কৃতজ্ঞতা জানাই। অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদারের ভাষ্যমতে, গ্রামের স্বল্প আয়ের মানুষ গাইনী ও প্রসূতি মায়েরা নানা জটিল কঠিন রোগে ভুগলেও অসচেতনতা সহ অর্থের অভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারেন না। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে প্রায় প্রতি শুক্রবার ও মঙ্গলবার বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে তাদের সুচিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। পর্যায়ক্রমে ফ্রি চিকিৎসা সেবার সময় ও দিন আরো বাড়ানে হবে। তিনি আরো বলেন, পারিবারিক ভাবে বঙ্গবন্ধুর আদর্শে জীবন যাপন করছি। সৃষ্টিকর্তা কর্মময় জীবনে মানুষের আর্শীবাদ সৎ ভাবে জীবন যাপনের সামর্থ দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন, একটি দেশ বাংলাদেশ দিয়েছেন। তাঁর মহীয়সী সহধর্মীনিকে আমি প্রণাম ও সালাম জানাই। ২০১৬ সাল থেকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে প্রায় প্রতি শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছি। এতে গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের নারীদের ফ্রি স্ত্রী, প্রসূতিসহ গাইনি চিকিৎসা ও পরামর্শ সুনিশ্চিত করার চেষ্টা মাত্র। যতদিন জীবিত থাকবেন তিনি চেষ্টা করবেন ফ্রি চিকিৎসা অব্যাহত রাখবে বলে জানান অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত