Saturday, April 27, 2024

খাজুরায় ভোক্তা-অধিকারের অভিযান, তিন দোকানীকে জরিমানা

- Advertisement -

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা শাখা বৃহস্পতিবার তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে। যশোর বাঘারপাড়ার খাজুরা বাজরে অভিযান চালিয়ে সৌরভ ডেন্টাল কেয়ার, রিফাত স্টোর এবং তাপস ট্রেডার্সের কাছ থেকে এ জরিমানা আদায় করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। এ সময় তাকে সার্বিক সহযোগিতা করেন ক্যাব যশোরের সদস্য আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি টিম।
সৌরভ ডেন্টাল কেয়ারে চিকিৎসার কাজে মেয়াদ উত্তীর্ণ ব্যাথানাশক ও রি-এজেন্ট ব্যবহার, দূষিত পানি সাকশান মেশিনে ব্যবহার এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা প্রমাণিত হওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি অভিযানে ডেন্টাল কেয়ার কর্তৃপক্ষকে একমাসের মধ্যে সকল প্রয়োজনীয় পরিবর্তন করার নির্দেশনা দেয়া হয়।
এদিকে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করায় রিফাত স্টোর থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মুল্য তালিকা ব্যবহার না করায় তাপস ট্রেডার্সকে এক হাজার টাকা জরিমানা করে অভিযানিক দল।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত