Friday, May 10, 2024

যশোরে ১৪ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত

- Advertisement -

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ২০১৮ সালে টানা তৃতীয় মেয়াদে সরকার  গঠন করে। প্রায় চার বছর পার হতে চললো বর্তমান সরকারের। সরকার পরিচালনা করলেও যশোরে ১৪ দলীয় জোটের কোন সভা হয়নি বিগত ৪ বছর। যশোরসহ দেশে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে সভা-সমাবেশ করছে বিএনপি। এ অবস্থায় মঙ্গলবার যশোরে ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ ‘সমন্বয় সভা’ করেছেন। এদিন রাতে যশোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই সভা শেষ হয় ৯টার দিকে। টানা দেড় ঘণ্টাব্যাপী ওই সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নেন ১৪ দলীয় জোটের নেতারা। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। সভায় ১৪ দলীয় জোটের যশোরের বেশিরভাগ নেতৃবৃন্দ অংশ নেন।

সভাশেষে ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ জানান, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছাশক্তির কারণেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। এজন্য ১৪ দলের যশোরের নেতারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান

একইসঙ্গে গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে চলমান রাখতে কেন্দ্রীয় ১৪ দলের সিন্ধান্ত অনুযায়ী যশোরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনিষ্ঠভাবে সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। এছাড়া সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার পাঁয়তারা করছেন একশ্রেণির মানুষ। এতে দেশের ভাবমূতি নষ্ট হতে চলছে। এমন পরিস্থিতি ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িকতা বিনষ্টকারীদের রুখে দিতে কাজ করবে। একই সাথে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে দেশে সম্প্রতি নষ্টকারীদের রুখে দিতেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। আসছে জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বিস্তর আলোচনা হয়।

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় জোটের যশোর জেলা শাখার সমন্বয়ক শাহীন চাকলাদার এমপি, জাসদ কেন্দ্রীয় কার্যকরি সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, জেলা ন্যাপের সভাপতি মাস্টার নুর জালাল, ন্যাপের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এনামুল হক, ওর্য়াকাস পার্টি যশোর জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, জেলা আওয়ামী লীগনেতা মশিয়ার রহমান সাগর, রেজাউল ইসলাম, যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

জোটের নেতা অ্যাড. রবিউল আলম জানান, গত প্রায় ৪ বছর পর আমাদের সভা হয়েছে। সেখানে দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হামলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। করোনাসহ নানা কারণে এতদিন সভা হয়নি বলে তিনি জানান। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জানান, বিভিন্ন কারণে গত ৩-৪ বছর আমরা ১৪ দলীয় জোটের সভা করতে পারেনি। মঙ্গলবার সফল সভা হয়েছে। এখানে সাম্প্রদায়িক হামলা নিয়ে আলোচনা করা হয়েছে। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা যায় সেই ব্যাপারে সবাই মতামত দিয়েছেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত