Saturday, May 4, 2024

কুয়াদায় অবৈধ চাতালের বিষাক্ত ধোঁয়াই পরিবেশ নষ্ট

শামিম হোসেন, কুয়াদা (যশোর) প্রতিনিধিঃ যশোর – মণিরামপুর কুয়াদায় জামজামি হট্টাটপাড়ায় নিয়মনীতি তোয়াক্কা না করে যত্রতত্র করে আবাসিক এলাকায় গড়ে ওঠেছে একটি অবৈধ চাতাল যার কনো অনুমতির কাগজ পত্র নাই ।
এই চাতালের বিষাক্ত ধোঁয়া কালিতে পরিবেশের বিপর্যয় ডেকে আনছে এমনটি অভিযোগ করছেন পরিবেশ অধিদপ্তর পরিচালক বরাবরে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য জামজামি গ্রামের মৃত. শওকত আলী বিশ্বাসের ছেলে আলতাফ হোসেন , ভুক্তভুগি পরিবার ও এলাকাবাসী।
আলতাফ হোসেন জানান, জামজামি মৌজায় ৮.৫ শতক জমি কিনেছি এবং বাড়ি ও করেছি পরিবার নিয়ে সেখানে বসবাস করছি কিন্তু বাড়ির পাশে জামজামি গ্রামের মৃত মুসা সরদারের ছেলে আব্দুর রাজ্জাক, একটি অবৈধ চাতালের কাজ শুরু করেছে তার বিষাক্ত ধোঁয়াই এলাকার পরিবেশ নষ্ট করছে বসবাস করা জন্য সম্ভব হচ্ছে না আলতাফ হোসেন বিষয়টি ৩নং ভোজগাতী ইউ, পি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে জানান ,তিনি চাতালের চুলা সরিয়ে নিতে বলেন চাতাল মালিককে কিন্তু চাতালের মালিক আব্দুর রাজ্জাক চুলা না সরিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে চাতালের কাজ চালিয়ে যাচ্ছেন।
এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ নেবেন,এমনটাই প্রত্যাসা করছেন,পরিবেশবিদ ও ভুক্তভোগী এলাকাবাসী।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত